যুক্তরাজ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইউক্রেনকে

মুনা নিউজ ডেস্ক | ১২ মে ২০২৩ ০১:১১

সংগৃহিত ছবি সংগৃহিত ছবি


রুশ আগ্রাসন ঠেকাতে তারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য। দেশটি জানিয়েছে যে, তারা ইউক্রেনকে এই সহায়তা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে স্টর্ম শ্যাডোস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে।

প্রস্তুতকারকদের দেওয়া তথ্য অনুযায়ী, স্টর্ম শ্যাডো ক্রুইজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৫০ কিলোমিটারেরও বেশি। বিপরীতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমারস নামে ক্ষেপণাস্ত্র দিয়েছিল, সেটির পাল্লা ছিল ৮০ কিলোমিটারের আশপাশে। এয়ারক্রাফট থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর অর্থ হলো ফ্রন্টলাইনের আরও দূর থেকে ইউক্রেনের পাইলটরা এই ক্ষেপণাস্ত্রটি ছুড়তে পারবে। ছোড়ার পর টার্গেটে আঘাতের আগে স্টর্ম শ্যাডো কম উচ্চতায় পৌঁছে যায়, যাতে শত্রুর রাডার এটিকে ধরতে না পারে।
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতিতে যুক্তরাজ্যের দেওয়া নতুন এই ক্ষেপণাস্ত্র নতুন সক্ষমতা যোগাবে।

যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ এখন পাল্টা আক্রমণ চালিয়ে যেতে পারে।

চুক্তি সম্পন্ন হয়েছে এমন খবরের জবাবে মস্কো বলেছে, এ পদক্ষেপের জন্য আমাদের সামরিক বাহিনীর কাছ থেকে পর্যাপ্ত প্রতিক্রিয়া প্রয়োজন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণার পর যুক্তরাজ্যকে ‘সমুচিত জবাব’ দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া।



আপনার মূল্যবান মতামত দিন: