ছবি : সংগৃহীত
                                    
প্রকাশ্যে কোরআন পুড়ানো বন্ধে ডেনমার্কের পার্লামেন্টে বৃহস্পতিবার একটি বিল পাস হয়েছে। এখন থেকে ইসলামের পবিত্র এই গ্রন্থ দেশটিতে পুড়ানো বেআইনি বলে বিবেচিত হবে। সম্প্রতি দেশটিতে কোরআন অবমাননা নিয়ে মুসলিম দেশগুলো বিক্ষোভ করার পর বিলটি পাস হয়েছে।
নতুন এই আইন ভঙ্গ করলে জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে সরকার জানিয়েছে।
ডেনমার্ক ও সুইডেন চলতি বছর বেশ কয়েকটি প্রকাশ্য বিক্ষোভের সম্মুখীন হয়েছে যেখানে ইসলাম বিরোধীরা কোরআনের কপি পুড়িয়েছে বা অন্যথায় ক্ষতিগ্রস্থ করেছে। এই ধরনের ঘটনার বিশ্বজুড়ে মুসলমানদের ক্ষুব্ধ করেছে। মুসলিম বিশ্ব সম্মিলিতভাবে নর্ডিক সরকারগুলাকে এই ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবির তুলেছে।
ধর্মের সমালোচনা করার অধিকারসহ সাংবিধানিকভাবে সুরক্ষিত বাক-স্বাধীনতা ও কোরআন পোড়ানোর ফলে ইসলামপন্থীদের আক্রমণ শুরু হবে এমন আশঙ্কা থেকে ডেনমার্ক জাতীয় নিরাপত্তার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছিল।
সুইডেন ও ডেনমার্কের অভ্যন্তরীণ সমালোচকরা যুক্তি দিয়েছেন যে কোরআন পোড়ানোসহ ধর্মের সমালোচনা করার যে কোনও সীমাবদ্ধতা এই অঞ্চলে কঠোর-সংগ্রামী উদারনৈতিক স্বাধীনতাকে ক্ষুন্ন করে।
ডেনমার্কের মধ্যপন্থী জোট সরকার যুক্তি দিয়েছে, নতুন নিয়মগুলো বাকস্বাধীনতার ওপর সামান্য প্রভাব ফেলবে এবং অন্য উপায়ে ধর্মের সমালোচনা করা বৈধ থাকবে।
সুইডেনও কোরআনের অবমাননাকে আইনত সীমিত করার উপায় বিবেচনা করছে। কিন্তু ডেনমার্কের চেয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে তারা। জনগণের বিক্ষুব্ধ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় পুলিশের জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা উচিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: