দিল্লিতে বিদেশিদের বিরুদ্ধে অপরাধ ৪৮ শতাংশ বেড়েছে

মুনা নিউজডেস্ক | ৫ ডিসেম্বর ২০২৩ ১৩:০৬

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


ভারতের জাতীয় রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ তথ্য অনুসারে, দেশটির রাজধানী নয়াদিল্লিতে ২০২২ সালে বিদেশিদের বিরুদ্ধে অপরাধ ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনসিআরবির তথ্য অনুসারে, ২০২২ সালে দিল্লিতে বিদেশিদের বিরুদ্ধে মোট ৪০টি অপরাধের ঘটনা ঘটেছিল, যা ২০২১ সালে নথিভুক্ত করা ২৭টি ঘটনার চেয়ে বেশি। তবে ২০২০ সালে দিল্লিতে বিদেশিদের বিরুদ্ধে নিবন্ধিত অপরাধের সংখ্যা আরো বেশি।


সে বছর ৬২টি অপরাধের ঘটনা ঘটেছিল।
এ ছাড়াও এনসিআরবির তথ্য বলছে, দিল্লিতে বিদেশিদের মাধ্যমে সংঘটিত অপরাধের সংখ্যা ২০ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২২ সালে দিল্লিতে বিদেশিদের মাধ্যমে সংঘটিত অপরাধের মোট ২৫৬টি ঘটনা নথিভুক্ত করা হয়েছিল, যেখানে ২০২১ সালে সংখ্যাটি ছিল ৩২২। তবে ২০২০ সালে সংঘটিত এ রকম অপরাধের সংখ্যা ছিল ১৬৮।


প্রতিবেদনে দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, দিল্লিতে আসা বিদেশিদের অবিলম্বে নিকটস্থ থানায় রিপোর্ট করতে হবে এবং তাদের সঙ্গে জরুরি ও আপৎকালীন নম্বরগুলো রাখতে হবে। পুলিশ কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বলেও দাবি করেছেন ওই কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন: