কারাগারে ইমরান খানের বিচারকে অবৈধ ঘোষণা

মুনা নিউজ ডেস্ক | ২২ নভেম্বর ২০২৩ ১৫:৩৬

ইমরান খান : সংগৃহীত ছবি ইমরান খান : সংগৃহীত ছবি

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিচার কারাগারে পরিচালনা অবৈধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের একটি আদালত মঙ্গলবার এ ঘোষণা দেন বলে ইমরানের আইনজীবী জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে আইনজীবী নাঈম পাঞ্জুথা বলেছেন, ‘ইসলামাবাদ হাইকোর্ট কারাগারে বিচারের বিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করেছেন।’

এর আগে সাবেক এ প্রধানমন্ত্রীর আইনি দল কারাগারে বিচারের আদেশ দেওয়া আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেছিল।

গত মাসে ইমরান খানকে অভিযুক্ত করার পর থেকে নিরাপত্তার উদ্বেগের কারণে একটি বিশেষ আদালত কারাগারে বিচার পরিচালনা করেছেন।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কর্তৃক ইসলামাবাদে পাঠানো একটি রাষ্ট্রীয় গোপন নথি প্রকাশে তিনি জড়িত।

সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ২০২২ সালে সংসদে অনাস্থা ভোট হারার পর দেশটির ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে। তিনি মামলাগুলোকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা হিসেবে নিন্দা করেছেন।

এ ছাড়া একটি দুর্নীতির মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা স্থগিত করা হলেও অন্যান্য মামলায় তিনি কারাগারে রয়েছেন।


সূত্র : রয়টার্স

 



আপনার মূল্যবান মতামত দিন: