পাকিস্তানের পূর্বাঞ্চলে বিষাক্ত কুয়াশা, অসুস্থ হাজার হাজার মানুষ

মুনা নিউজ ডেস্ক | ১০ নভেম্বর ২০২৩ ২২:৩৯

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে বিষাক্ত ধোঁয়াশা বিপজ্জনক মাত্রায় বেড়েছে : সংগৃহীত ছবি পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে বিষাক্ত ধোঁয়াশা বিপজ্জনক মাত্রায় বেড়েছে : সংগৃহীত ছবি

 


পাকিস্তানের পূর্বাঞ্চলে বিষাক্ত কুয়াশার কারণে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে গেছে। এ কারণে কর্তৃপক্ষ কিছু শহরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে বিষাক্ত ধোঁয়াশা (কুয়াশা) বিপজ্জনক মাত্রায় বেড়েছে। এরপর কর্তৃপক্ষ সপ্তাহের বাকি সময়ের জন্য শহরটি বন্ধ রাখতে বাধ্য হয়।

পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক সরকার জানিয়েছে, তারা লাহোর-সহ তিনটি শহরের স্কুল, অফিস, শপিং মল এবং পার্ক রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ একই নামের ভারতীয় রাজ্যের সীমান্তবর্তী।

গত কয়েক দিন ধরে, লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স - যা বাতাসে সূক্ষ্ম কণার মাত্রা পরিমাপ করে - ৪০০ মার্কের কাছাকাছি চলে গেছে।

বাতাসে সূক্ষ্ম কণার মাত্রা ১০০ বা তার নিচে থাকলে - তা সন্তোষজনক বলে মনে করা হয়।

পাকিস্তানের লাহোর শহর ভারতের অমৃতসর শহরের সীমান্তে অবস্থিত। ভারতের উত্তরাঞ্চলেও বিষাক্ত ধোঁয়াশার প্রভাব পড়েছে, সেখানকার অসংখ্য মানুষ অসুস্থ হয়ে গেছেন।

ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণ উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দিল্লির বায়ুর মানের সূচক ৩০০-এ পৌঁছেছিল। সেখানকার বাতাসে সূক্ষ্ম কণার মাত্রা প্রায় ৩০১ থেকে ৫০০-এর বিপজ্জনক স্তরে পৌঁছেছে।

অপরদিকে পাকিস্তানের লাহোরের কিছু বাসিন্দা বিবিসি উর্দুকে বলেছেন, বিষাক্ত পরিবেশ এ শহরটির নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এটা শহরের বাসিন্দাদের স্বাস্থ্য এবং অন্যান্য দৈনন্দিন কাজকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।


সূত্র : বিবিসি

 



আপনার মূল্যবান মতামত দিন: