যুদ্ধবিরতি ছাড়া প্রতি ঘণ্টা মানেই আরো মৃত শিশু

মুনা নিউজ ডেস্ক | ২১ অক্টোবর ২০২৩ ১২:৫৯

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


যুদ্ধবিরতি ছাড়া প্রতি ঘণ্টার অর্থ আরো বেশি শিশুর মৃত্যু বলে মন্তব্য করেছেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান জ্যান এগল্যান্ড। ২০ অক্টোবর শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জ্যান এগল্যান্ড গাজা উপত্যকায় ২০ ট্রাক মানবিক সহায়তা পৌঁছাতে ব্যর্থতার নিন্দা করে বলেন, এখানে আন্তর্জাতিক ইচ্ছার অভাব রয়েছে।

এগল্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, গাজায় চাহিদা হাজার হাজার ট্রাক ত্রাণের সমতুল্য।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ইইউ মিশরকে নিয়ে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে। ‘যুদ্ধবিরতি’ এটা ইচ্ছার প্রশ্ন। যুদ্ধবিরতি ছাড়া প্রতি ঘণ্টার অর্থ আরো বেশি শিশুর মৃত্যু।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত ৭ অক্টোবর, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে 'অপারেশন আল-আকসা স্ট্রম' শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

সূত্র : আল-জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: