ইসরায়েল-হামাস সংঘাত : জরুরি বৈঠক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের

মুনা নিউজ ডেস্ক | ৮ অক্টোবর ২০২৩ ১৫:১৪

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস : সংগৃহীত ছবি জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস : সংগৃহীত ছবি


ইসরায়েল-হামাসের সংঘাতের বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ৮ অক্টোবর রোববার স্থানীয় সময় বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ইসরায়েল-ফিলিস্তিনকে সংঘাত না বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

৭ অক্টোবর শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বড় সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

অ্যান্টোনিও গুতেরেস বলেন, ‘শুধুমাত্র আলোচনার মাধ্যমে সংঘাত এড়িয়ে শান্তি ফেরানো যেতে পারে।’

এছাড়া শনিবার এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কাউন্সিল রোববার স্থানীয় সময় বিকেল ৩টায় এ বৈঠক হবে।

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় নিহত বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। গতকাল ৭ অক্টোবর শনিবার সকালে ইসরায়েলের মুহুর্মুহু হামলা চালায় হামাস। অপরদিকে ইসরায়েলের হামলায় ২৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। দুই পক্ষেই আহত হয়েছেন শত শত মানুষ।

হামাসের হামলার জবাবে যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু।

রাতভর নির্বিচারে চালানো বোমা হামলায় অন্ধকারে রাত কাটিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে দেশটির ২২টি স্থানে বন্দুকযুদ্ধ চলছে হামাসের সঙ্গে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে। অপরদিকে ফিলিস্তিনি যোদ্ধারের অভিনন্দন জানিয়েছে ইরান। সৌদি আরব, চীন ও মিসর দ্রুত এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সৌদি আরব দুটি রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক গোষ্ঠীর হস্তক্ষেপ কামনা করেছে। 


সূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: