অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত : নিহত ৪

মুনা নিউজ ডেস্ক | ৭ অক্টোবর ২০২৩ ১৩:১৯

অস্ট্রেলিয়ার বিধ্বস্ত বিমান : সংগৃহীত ছবি অস্ট্রেলিয়ার বিধ্বস্ত বিমান : সংগৃহীত ছবি


অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। ৬ অক্টাবর, শুক্রবার দেশটির নিউ সাউথ ওয়েলস প্রদেশের একটি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাতে ৭ অক্টোবর, শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ক্যানবেরা থেকে দ্য সিরাস এসাআর২২ বিমানটি উড্ডয়ন করে। এরপর দেশটির স্থানীয় সময় তিনটার দিকে সিডনি থেকে ২৯০ কিলোমিটার দূরে কুয়েনবিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

এতে আরও বলা হয়, পাইলটসহ বিমানটিতে থাকা আরও তিনজন আরোহী নিহত হয়। আরোহীরা সবাই শিশু।

পুলিশ জানিয়েছেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবা কর্মীরা পৌঁছান এবং তারা আগুন নিয়ন্ত্রণ করেন। তবে বিমানটিতে থাকা কেউ বেঁচে ছিল না।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানায় পুলিশ।

 



আপনার মূল্যবান মতামত দিন: