থাইল্যান্ডে অভিজাত শপিংমলে গুলি, নিহত ৩

মুনা নিউজ ডেস্ক | ৩ অক্টোবর ২০২৩ ০৭:৩০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি অভিজাত শপিংমলে গোলাগুলির ঘটনা ঘটেছে। আর গুলি ছোড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৩ অক্টোবর, মঙ্গলবার ব্যস্ত ও জনপ্রিয় শপিংমলটিতে হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পান কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ ও দোকানিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, শপিংমলে অস্ত্রধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত অস্ত্রধারী ১৪ বছর বয়সী একজন কিশোর। সে একটি হ্যান্ডগান ব্যবহার করে এমন ঘটনা ঘটিয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

শপিংমলে গোলাগুলির পরই কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এগুলোতে দেখা যাচ্ছে, প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ ছোটাছুটি করছেন।

অপর একটি ভিডিওতে স্পষ্টভাবে গুলির চারটি শব্দ শোনা যায়। সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শুনে অনেক মানুষ দোকানের ভেতর ও বাথরুমে আশ্রয় নেন।

শপিংমলে ওই অস্ত্রধারী গুলি ছোড়ার পর পার্শ্ববর্তী সিয়াম মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক কিশোরকে হ্যান্ডকাফ পরিয়ে মাটিতে শুইয়ে রাখা হয়েছে।

সিয়াম প্যারাগন নামের সেই শপিংমলটিতে স্থানীয় মানুষ ছাড়াও অনেক বিদেশি পর্যটক কেনাকাটা করতে যান।


সূত্র: বিবিসি, আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: