জিম্বাবুয়েতে সোনার খনি ধসে নিহত ৬

মুনা নিউজ ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৪:২৮

খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান : সংগৃহীত ছবি খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান : সংগৃহীত ছবি


জিম্বাবুয়েতে সোনার খনি ধসে ছয়জন নিহত হয়েছেন। এ সময় খনিতে আটকা পড়েছেন আরও অন্তত ১৫ জন। ৩০ সেপ্টেম্বর, শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার ভোরে রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে চেগুতিতে বে হর্স নামের একটি সোনার খনিতে ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন খনিটিতে আটকা পড়েন। তবে তাদের মধ্যে ১৩জনকে উদ্ধার করা হয়েছে।

জেডবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটকেপড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে ধসের কারণ জানা যায়নি।

জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশন জানিয়েছে, সংস্থাটির প্রধান এবং চেগুতু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। সেখানে আসলেই কী ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু হবে।

আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনা ঘটে। দেশটিতে সোনা, প্ল্যাটিনাম এবং হীরার বিশাল মজুত রয়েছে। কিন্তু বিভিন্ন খনিতে নিরাপত্তার মানগুলো সেভাবে মেনে চলা হয় না। সে কারণেই এ ধরনের দুর্ঘটনায় প্রায়ই শ্রমিকদের মৃত্যু হচ্ছে।

এর আগে ২০১৯ সালে মধ্যাঞ্চলে অবস্থিত কডোমা শহরের কাছে সিলভার মুন অ্যান্ড ক্রিকেট খনিতে ভারি বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।


সূত্র : বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: