চীনা আবাসন খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান এভারগ্রান্ড গ্রুপ যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে। এর মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের আবাসন খাতের সংকট নতুন করে সামনে এসেছে। জানা গেছে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে এসেছে। কমতির দিকে রপ্তানির পরিমাণ। রেকর্ড পরিমাণ বেড়েছে বেকারত্ব। গত সপ্তাহে দেশটি দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ঋণাত্বক মূল্যস্ফীতিতে আটকে গেছে। সরকারি তথ্যে এ চিত্র উঠে এসেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির আবাসন খাতে।
এই পরিস্থিতিতে গতকাল ১৭ আগস্ট, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন করেছে চীনা এভারগ্রান্ড গ্রুপ। প্রতিষ্ঠানটি চ্যাপ্টার ১৫ ধারার আলোকে সুরক্ষা চায়। এ ধারা দেনার দায়ে আটকে থাকা বিদেশি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা ও ঋণ পুনর্গঠনে কাজ করে।
এভারগ্রান্ড গ্রুপ ৩০ হাজার কোটি ডলারের দেনায় ডুবেছে। এটা বিশ্বে আবাসন খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণের পরিমাণ। ২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটি ঋণ পুনর্গঠনের চেষ্টা চালিয়ে আসছিল। ২০২২ সালের মার্চ থেকে হংকংয়ে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন স্থগিত করা হয়।
এভারগ্রান্ড গ্রুপ গত মাসে জানিয়েছে, প্রতিষ্ঠানটি গত দুই বছরে আট হাজার কোটি ডলারের সম্পদ হারিয়েছে।
এর আগে গত সপ্তাহে চীনের আবাসন খাতের আরেকটি বড় প্রতিষ্ঠান কান্ট্রি গার্ডেন সতর্ক করে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) প্রতিষ্ঠানটির ৭৬০ কোটি ডলারের লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল
আপনার মূল্যবান মতামত দিন: