তুরস্ক শুধু নিজ দেশ নিয়ে চিন্তা করে না, বৈশ্বিক শান্তি চায়: এরদোগান

মুনা নিউজ ডেস্ক | ৯ আগস্ট ২০২৩ ০৯:১২

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান : সংগৃহীত ছবি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান : সংগৃহীত ছবি


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, দেশের স্বার্থে ও বিশ্ব নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক সব কৌশল ব্যবহার করবে তুরস্ক। ৮ আগস্ট, মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারায় ১৪তম রাষ্ট্রদূত সম্মেলনে এমন মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

এ সময় এরদোগান কূটনীতিকদের ভূমিকা তুলে ধরেন। বিশ্বের যে কোনো ক্রান্তিকালে তুরস্ক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মুসলিম বিরোধীসহ চলমান আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার সমাধানে তুরস্কের অবদান তুলে ধরেন।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক শুধু নিজের দেশের শান্তি চিন্তা করে না, আমাদের লক্ষ্যই হলো— আশপাশের দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অঞ্চল প্রতিষ্ঠায় অংশ নেওয়া।

প্রসঙ্গত, বৈশ্বিক বিভিন্ন সংকটে তুরস্ক বিভিন্ন দেশের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছে। বিশেষ করে গত বছর ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ বাঁধলে ওলটপালট হয়ে যায় পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনকে শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছে তুরস্ক।

ঐতিহাসিক ইউক্রেন শস্যচুক্তি করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে তুরস্ক। শুধু তাই নয়, ১৭ জুলাই সেই শস্যচুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চুক্তিটি পুনরায় বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক ।


সূত্র : ডেইলি সাবাহ



আপনার মূল্যবান মতামত দিন: