পাকিস্তানের বেলুচিস্তানের ল্যান্ডমাইন বিস্ফোরণে ইউনিয়ন কাউন্সিলের (ইউসি) চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছে। দেশটির পাঞ্জগুর জেলায় একটি গাড়ি লক্ষ্য করে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। ৭ আগস্ট, সোমবার রাতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
পঞ্জগুরের ডেপুটি কমিশনার আমজাদ সোমরো বলেন, ‘বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসা একটি গাড়িকে লক্ষ্য করে ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছিলো। গাড়িটিতে বালগাতর ইউসি চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুবসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। গাড়িটি বালগাতর এলাকায় চাকর বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়। এতে ইউসি চেয়ারম্যানসহ ৭ জন মারা যায়।’
নিহতরা হলেন মোহাম্মদ ইয়াকুব, ইব্রাহিম, ওয়াজিদ, ফিদা হুসেন, সরফরাজ এবং হায়দার। তারা বালগাতর ও পাঞ্জগুরের বাসিন্দা। তবে নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনো জানা যায়নি।
এখন পর্যন্ত কোনো গ্রুপ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইসহাক বালগাত্রির পিতা ইয়াকুব বালগাত্রি এবং তার ১০ জন সঙ্গীকে একই এলাকায় হত্যা করা হয়েছিল। নিষিদ্ধ বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) হামলার দায় স্বীকার করেছে।
সূত্র : এনডিটিভি
আপনার মূল্যবান মতামত দিন: