পাকিস্তানে রাজনৈতিক দলের সম্মেলনে বিস্ফোরণ : নিহত ৩৫

মুনা নিউজ ডেস্ক | ৩০ জুলাই ২০২৩ ১৮:০২

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি রাজনৈতিক দলের সম্মেলনে বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুই শতাধিক মানুষ। কে বা কারা এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

৩০ জুলাই, রোববার প্রদেশের খার বাজাউর জেলার তেহসিল জেলায় জামিয়াত উলেমা ইসলাম–ফজল (জেইউআই–এফ) নামের একটি দলের সম্মেলনে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তা সাদ খান বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, জেইউআই-এফ দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশওয়ার ও তিমারগেরায় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনাস্থল থেকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনায় স্থানীয় একজন সাংবাদিকও আহত হয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজনকে দেখা গেছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রাখেন।

বিস্ফোরণের পর জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ পাকিস্তানের জিও নিউজকে বলেছেন, আজ এই সম্মেলনে তাঁরও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ।’

এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হাফিজ হামদুল্লাহ।


সূত্র : জিও নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: