নাইজেরিয়ায় ৭ সেনাসহ ৩৪ জনকে গুলি করে হত্যা

মুনা নিউজ ডেস্ক | ২৬ জুলাই ২০২৩ ১৯:৪৩

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৭ সেনা সদস্যসহ কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

নাইজেরিয়ার জামফারা প্রদেশে সশস্ত্র গ্রুপের চালানো হামলায় সাত সেনাসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

ইসমাইল মাগাজি নামে স্থানীয় বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার বিকালে প্রদেশটির প্রত্যন্ত দান গুলবি জেলায় ওই হামলার ঘটনা ঘটে।

লাওয়ালি জোনাই নামে আরেক বাসিন্দা বলেছেন, ওই হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন এবং সাতজন সেনা সদস্য প্রাণ হারান। মূলত বন্দুকধারীদের ভয়ঙ্কর এই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করার জন্য আসার পথে ওই সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

বার্তাসংস্থাটি বলছে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এই অপরাধী লোকদের দল স্থানীয়ভাবে ডাকাত হিসাবে পরিচিত। গত তিন বছর ধরে এই অপরাধীরা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলজুড়ে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এসময় তারা হাজার হাজার মানুষকে অপহরণ করেছে এবং আরও শত শত মানুষকে হত্যা করেছে।


সূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: