কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ রাজনীতিবিদসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল ১৮ জুলাই, বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন রাজনীতিবিদই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের দল সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য ছিলেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এক টুইটার পোস্টে সেন্ট্রো ডেমোক্রেটিকো দলটি উড়োজাহাজ দুর্ঘটনায় সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, সম্ভাবনাময় গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের মৃ্ত্যুর খবর নিশ্চিত করেছে। এই দুর্ঘটনায় নিহত আরেকজন উড়োজাহাজটির চালক।
এদিকে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দলের একটি সমাবেশে অংশ নিতে উড়োজাহাজের যাত্রীরা ভিলাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন। তবে কী কারণে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : এনডিটিভি
আপনার মূল্যবান মতামত দিন: