দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আগামী মাসে জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটক করা হলে তা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল।
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে এই বক্তব্যের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আইসিসির নির্দেশনা মেনে রাশিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতার করতে তার দেশের অপারগতার কথা জানালেন।
প্রেসিডেন্ট রামাফোসা বলেন, "রাশিয়া আগেই একথা পরিষ্কার করেছে যে, তাদের দায়িত্ব পালনরত প্রেসিডেন্টকে আটক করা যুদ্ধ ঘোষণার পর্যায়ে পড়বে।" রাশিয়ার পক্ষ থেকে গতকাল ১৯ জুলাই, মঙ্গলবার প্রকাশ করা এক নথির বরাত দিয়ে একথা বলেন প্রেসিডেন্ট রামাফোসা।
তিনি আরো বলেন, "প্রেসিডেন্ট পুতিনকে আটক করা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, কারণ আমাদের সংবিধানে যুদ্ধে জড়িয়ে যাওয়ার ঝুঁকি এড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া এ ধরনের পদক্ষেপ দক্ষিণ আফ্রিকাকে রক্ষার ব্যাপারে আমার নিজের ব্যর্থতা প্রকাশ করবে।"
দক্ষিণ আফ্রিকা হচ্ছে আইসিসি'র একটি সদস্য দেশ এবং এ কারণে তারা এই আদালতের নির্দেশনা মেনে চলতে বাধ্য। গত মার্চ মাসে আইসিসি'র পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তা দক্ষিণ আফ্রিকার জন্য মেনে চলা অপরিহার্য কিন্তু একইসঙ্গে দেশটি আগামী মাসে ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। রাশিয়া হচ্ছে ব্রিকসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ফলে স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা রাশিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতার করার ব্যাপারে অনীহা প্রকাশ করে আসছে।
সূত্র : পার্সটুডে
আপনার মূল্যবান মতামত দিন: