এল সালভাদর উপকূলে ৬.৫ মাত্রার ভূমিকম্প

মুনা নিউজ ডেস্ক | ১৯ জুলাই ২০২৩ ২০:০৯

এল সালভাদরের পতাকা : সংগৃহীত ছবি এল সালভাদরের পতাকা : সংগৃহীত ছবি


মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এল সালভাদর ছাড়াও মধ্য আমেরিকার আরও বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় ১৮ জুলাই, মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পের জেরে অবশ্য সুনামি সতর্কতা জারি করা হয়নি। ১৯ জুলাই, বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এল সালভাদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে আমেরিকান ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল)।

এদিকে এই ভূমিকম্পের জেরে এল সালভাদর ছাড়াও মধ্য আমেরিকার আরও বেশ কয়েকটি দেশে কম্পন অনুভূত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি এবং শক্তিশালী এই ভূমিকম্পের জেরে এল সালভাদরে সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে এল সালভাদরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।

এল সালভাদরের আইনপ্রণেতা সালভাদর চ্যাকন টুইটারে বলেছেন, ভূমিকম্পের পর রাজধানী সান সালভাদরের কাছে অবস্থিত উপকূলীয় শহর লা লিবারতাদে ক্ষয়ক্ষতির বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। যদিও এই পৌরসভা থেকে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


সূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: