আর্জেন্টিনায় ৬.৬ মাত্রার তীব্র ভূমিকম্প

মুনা নিউজ ডেস্ক | ১৭ জুলাই ২০২৩ ০৯:১০

আর্জেন্টিনায় ৬.৬ মাত্রার তীব্র ভূমিকম্প : সংগৃহীত ছবি আর্জেন্টিনায় ৬.৬ মাত্রার তীব্র ভূমিকম্প : সংগৃহীত ছবি


আর্জেন্টিনায় ৬.৬ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে। প্রতিবেশী চিলিতেও এটি অনুভূত হয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৭১ কিলোমিটার (১০৬ মাইল)। কেন্দ্র ছিল পশ্চিম আর্জেন্টিনার নিউকুয়েন প্রদেশের লোনকোপু শহরের ২৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।

প্রতিবেশী চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। আর্জেন্টিনা বা চিলির কর্তৃপক্ষ কোন ক্ষয়ক্ষতির কথা জানায়নি।

আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র। বুয়েনস আইয়ার্স দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার ২য় বৃহত্তম এবং বিশ্বের ৮ম বৃহত্তম রাষ্ট্র।

চিলি দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মত প্রসারিত একটি ভূখণ্ড। উত্তর-দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় ৪,২৭০ কিলোমিটার, কিন্তু এর গড় বিস্তার ১৮০ কিলোমিটারেরও কম।

দেশটির মধ্যভাগে রয়েছে একটি উর্বর উপত্যকা। পূর্বে আন্দেস পর্বতমালায় আর্জেন্টিনার সঙ্গে সীমান্ত রয়েছে। চিলির রাজধানী ও বৃহত্তম শহর সান্তিয়াগো মধ্যভাগের উপত্যকায় অবস্থিত।

 

সূত্র : টেলিট্রেডার ডট কম



আপনার মূল্যবান মতামত দিন: