সিরিয়ার আলেপ্পোতে নতুন করে সংঘর্ষ; বাস্তুচ্যুত ১,৬০,০০০ এরও বেশি মানুষ

মুনা নিউজ ডেস্ক | ১০ জানুয়ারী ২০২৬ ১৮:২০

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো শহরে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দেশটির সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে লড়াই চলছে। সংঘর্ষের ফলে শহরের আশরাফিয়াহ ও শেখ মাকসুদ এলাকা থেকে অন্তত ১ লাখ ৬২ হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

আলেপ্পোর জরুরি সেবা বিভাগের প্রধান মোহাম্মদ আল-রাজাব বলেন, লাগাতার গোলাবর্ষণ ও স্থলযুদ্ধের কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। বিশেষ করে শেখ মাকসুদ এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি সংকটাপন্ন।

সিরিয়ার সেনাবাহিনীর এক সূত্র জানিয়েছে, শেখ মাকসুদ এলাকায় তারা অগ্রগতি অর্জন করেছে এবং বর্তমানে প্রায় ৫৫ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর দাবি, সংঘর্ষে এসডিএফের হামলায় অন্তত তিনজন সরকারি সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে এসডিএফ অভিযোগ করেছে, সরকারের ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো গোলাবর্ষণে আলেপ্পোর পূর্বে দেইর হাফের এলাকায় এক ১০ বছর বয়সী কন্যাশিশু নিহত হয়েছে।

চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে সহিংসতা নতুন করে শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এবং অবিলম্বে সহিংসতা বন্ধের তাগিদ দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: