সংঘর্ষের অবসান ঘটাতে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হল থাইল্যান্ড ও কম্বোডিয়া

মুনা নিউজ ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৪১

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সীমান্তে টানা কয়েক সপ্তাহের সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশ দু’টি।

বিবৃতিতে বলা হয়, সীমান্তজুড়ে চলা কয়েক সপ্তাহের তীব্র লড়াই বন্ধ করতে তারা একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই সংঘর্ষে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং উভয় দেশের পাঁচ লক্ষাধিক বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন। উভয়পক্ষ এ যৌথ বিবৃতিতে স্বাক্ষরের পর থেকেই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এ যুদ্ধবিরতি স্থানীয় সময় দুপুর ১২টায় থেকে কার্যকর হবে।

এ চুক্তিতে থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথাফন নাকার্ফানিত ও কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী চা সেহা স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের গত কয়েক বছরের মধ্যে ঘটা সবচেয়ে ভয়াবহ ২০ দিনের লড়াইয়ের অবসান ঘটেছে।



আপনার মূল্যবান মতামত দিন: