বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার বলেছেন, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এখনো রাশিয়ায় আছেন।
গত মাসের শেষের দিকে রুশ সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন। এরপর ক্রেমলিনের সাথে হওয়া সমঝোতা অনুযায়ী প্রিগোজিনের বেলারুশ যাওয়ার কথা ছিল। একই সমঝোতার অধীনে ওয়াগনারের সেনাদেরও রাশিয়া ছেড়ে বেলারুশে যাওয়ার কথা।
কিন্তু বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট জানালেন নতুন এ তথ্য।
বেলারুশের রাজধানী মিনস্কে বিদেশী মিডিয়ার সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন, ‘প্রিগোজিন যতটা জানি, তিনি সেন্ট পিটার্সবার্গে আছেন। তিনি বেলারুশে নেই।’
আপনার মূল্যবান মতামত দিন: