ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি সপ্তাহে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আরো ১৪ জন এখনো নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এক বিবৃতিতে জানিয়েছে, বেশিভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে মধ্যাঞ্চলীয় চা উৎপাদনকারী জেলা বাদুল্লায়। সেখানে রাতের বেলা পাহাড়ের ঢাল ভেঙে ১৬ জন চাপা পড়ে।
পার্শ্ববর্তী নুওয়ারা এলিয়া জেলায় একইভাবে আরো চারজনের মৃত্যু হয়েছে। অন্যান্য এলাকা থেকেও বাকিদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কলম্বো থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মাটি ধসে প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার ১০০টিরও বেশি পরিবার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
ডিএমসি জানায়, শ্রীলঙ্কাজুড়ে নদীর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে ও নিচু এলাকার বাসিন্দাদের উঁচুস্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
এতে আরো বলা হয়, শ্রীলঙ্কায় বর্তমানে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে এবং নিম্নচাপের কারণে দ্বীপ রাষ্ট্রটির পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অনেক বৃদ্ধি পেয়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকার দেশব্যাপী দুই দিনের জন্য শেষ বর্ষের স্কুল পরীক্ষা স্থগিত করেছে।
এদিকে বৃহস্পতিবার শ্রীলঙ্কাজুড়ে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে এবং উত্তর-পূর্বের কিছু এলাকায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতে প্লাবিত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: