ভারতের বিরুদ্ধে মুসলিমদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুললেন জমিয়তে উলেমায়ে সভাপতি

মুনা নিউজ ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৩৪

ফাইল ছবি ফাইল ছবি

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী ভারতে মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ করেছেন। মাদানি দাবি করেছেন, ভারতে মুসলিমদের টার্গেট করা হচ্ছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, মুসলিম নেতারা বিদেশে উচ্চপদে পৌঁছেছেন। কিন্তু ভারতে যারা এই পদে পৌঁছেছেন, তাদেরকে জেলে পাঠানো হয়। তিনি নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং লন্ডনের মেয়র সাদিক খানের কথা উল্লেখ করেন।

মাওলানা মাদানী বলেন, ভারতে একজন মুসলিম কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারেন না। যদি কেউ তা করেন, তবে তাকে কারাগারে পাঠানো হয়। আর এর উদাহরণ হলেন আজম খান। আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে হওয়া তদন্তের কথাও উল্লেখ করেন তিনি। মাদানী অভিযোগ করেন, মুসলিমরা যাতে কখনো মাথা তুলতে না পারেন, তা নিশ্চিত করতে সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

কংগ্রেস পার্টির নেতা উদিত রাজ মাদানির বক্তব্যকে সমর্থন করেছেন। সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন। উদিত বলেন, তিনি মাদানির বক্তব্যকে সমর্থন করেন এবং কেন বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: