প্রতিদিন গাজায় গড়ে দুই শিশুর মৃত্যু হচ্ছে, দাবি ইউনিসেফের

মুনা নিউজ ডেস্ক | ২১ নভেম্বর ২০২৫ ১৯:৪৪

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে স্থগিত যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও গাজায় শিশুদের ওপর আক্রমণ থামেনি। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ শুক্রবার (২১ নভেম্বর) জানিয়েছে, প্রতিদিন গড়ে দুই শিশু নিহত হচ্ছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অন্তত ৬৭ জন ফিলিস্তিনি শিশু মারা গেছে। এছাড়া আরও বহু শিশু আহত হয়েছে। জেনেভায় ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, 'এটি শিশুদের প্রতি চলমান হুমকির একটি চরম ইঙ্গিত। শান্তি কার্যকর হলেও তাদের জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।'

ইউনিসেফের এই পরিসংখ্যান শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তৎপর হতে আহ্বান জানাচ্ছে। যুদ্ধবিরতি থাকলেও গাজার শিশুদের জীবন এখনো ঝুঁকিতে রয়েছে।

এদিকে, গাজা পুনর্গঠনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

সোমবার (১৭ নভেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পূনর্গঠনে '২০ দফা শান্তি চুক্তি'র প্রস্তাবনার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিরাপত্তা পরিষদ। যাতে রয়েছে যুদ্ধে বিপর্যস্ত গাজার নিরাপত্তা নিশ্চিতে একটি 'বোর্ড অব পিস' গঠনের প্রস্তাব।

যুদ্ধবিরতি ও জিম্মি হস্তান্তরে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তিতে সম্মত হলেও এ দফায় জাতিসংঘের এই প্রস্তাবনা গ্রহণে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

 



আপনার মূল্যবান মতামত দিন: