সুদবিহীন ক্ষুদ্রঋণ দারিদ্রতা ও বেকারত্ব দূর করে: আফগান উপ-প্রধানমন্ত্রী

মুনা নিউজ ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৪ ২২:৫০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সুদবিহীন ক্ষুদ্রঋণ দারিদ্রতা ও বেকারত্ব দূর করে বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী (অর্থ) মোল্লা আব্দুল গণী বারাদার। তিনি বলেন, সুদবিহীন ক্ষুদ্রঋণ বা ছোট আকারের আর্থিক সহায়তা দারিদ্র্য, বেকারত্ব এবং সামাজিক সমস্যা দূর করতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুদবিহীন ক্ষুদ্রঋণের প্রসার ঘটাতে হবে।

১২ নভেম্বর, মঙ্গলবার ক্ষুদ্রঋণ বিষয়ক এক জাতীয় সেমিনারে বক্তৃতায় তিনি একথা বলেন।

মোল্লা বারাদার আরো বলেন, দারিদ্র বিমোচন ও দেশের বেকারত্বের হার কমিয়ে আনা বর্তমানে ইমারাত সরকারের মূল লক্ষ্য ও অগ্রাধিকা্রের শীর্ষে রয়েছে। এজন্য ইসলামের দেখানো অর্থনৈতিক সমাধান কার্যকরের পাশাপাশি সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে আমাদের সরকার।

দরিদ্র, সাধারণ কৃষক, সাধারণ নাগরিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষুদ্রঋণ সেবা গ্রহীতাদের অন্তর্ভুক্ত। তারা ক্ষুদ্রঋণের বেশি মুখাপেক্ষী হয়ে থাকেন। তাদের বেশি পরিমাণে উন্নত ঋণ সেবা প্রদান ইমারাতে ইসলামিয়া এবং বিশ্ব সম্প্রদায়ের যৌথ স্বার্থের আওতাভুক্ত। এছাড়া আফগান কেন্দ্রীয় ব্যাংক ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধান ও পরিচালনার জন্য রেজুলেশন বা প্রবিধান তৈরি করেছে, যার লক্ষ্য ক্ষুদ্র উদ্যোগকে শক্তিশালী করা। নতুন নতুন কর্মসংস্থান তৈরি ও এর সুযোগ বাড়ানো।

এসময় তিনি স্বচ্ছল আফগানদের সুদ্মুক্ত ক্ষুদ্র ঋণের প্রসারে এগিয়ে আসার আহবান জানান।

 

সূত্র : হুররিয়াত



আপনার মূল্যবান মতামত দিন: