তুষারহীন ফুজি মাউন্ট, পরিবেশ বিপর্যয়ের অশনিসংকেত

মুনা নিউজ ডেস্ক | ৩ নভেম্বর ২০২৪ ১৭:১১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জাপানের সবচেয়ে বিখ্যাত পর্বত মাউন্ট ফুজি। প্রতিবছর অক্টোবরের শুরুতেই তুষারে ঢেকে যায় এই পর্বত। তবে এবার, অক্টেবরজুড়ে ফুজি চূড়ায় কোনো তুষার দেখা যায়নি। অথচ গত বছরও প্রথম তুষারপাত দেখা গিয়েছিল ৫ অক্টোবর। কিন্তু এ বছর অক্টোবরের শেষ দিন পর্যন্ত কোনো তুষারপাত হয়নি। উল্লেখ্য, গত ১৩০ বছরে এ ঘটনা এই প্রথম।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের মতে এ বছর গ্রীষ্মে জাপানে অনেক বেশি তাপমাত্রা ছিল। সেপ্টেম্বরে গিয়েও কমেনি তাপমাত্রা। এ কারণে ঠাণ্ডা বাতাস পর্যাপ্ত তৈরি হতে পারেনি। ফলে তুষারপাত বাধাগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে কোফু আবহাওয়া অফিসের কর্মকর্তা ইউতাকা কাতসুতা বলেন, জলবায়ু পরিবর্তনই এই অবস্থার কারণ। ১৮৯৪ সাল থেকে মাউন্ট ফুজির তুষারাবৃত থাকার তথ্য রেকর্ড করা শুরু হয়।

এর আগে ১৯৫৫ ও ২০১৬ সালে ২৬ অক্টোবর পর্যন্ত ফুজি তুষারবিহীন ছিল, কিন্তু এবার তা আরও দীর্ঘ হয়েছে।

ফুজির উচ্চতা প্রায় ৩৭৭৬ মিটার এবং এটি টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এর আগ্নেয়গিরি প্রায় ৩০০ বছর আগে শেষবারের মতো সক্রিয় ছিল। ফুজি পর্বত ভ্রমণ এবং আরোহণের জন্য অনেক জনপ্রিয়।

 

সূত্র : বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: