অনেক চেষ্টা করেও ড. আফিয়া সিদ্দিকীকে মুক্ত করতে পারেনি পাকিস্তান

মুনা নিউজ ডেস্ক | ৩০ অক্টোবর ২০২৪ ২২:২৯

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

অনেক চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ড. আফিয়া সিদ্দিকীকে মুক্ত করতে পারেনি পাকিস্তান। ২৯ অক্টোবর মঙ্গলবার আন্তর্জাতিক এক সম্মেলনে এমন দাবি করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

তিনি বলেন, আফিয়ার মুক্তির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে অনুরোধ জানান, ড. আফিয়াকে যেন মানবিক কারণে ক্ষমা করা হয়।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা ছেড়ে দেয়ার আগে বিভিন্নজনকে ক্ষমা করে থাকেন। সেজন্য ওই চিঠি পাঠানো হয়। কিন্তু আমাদের কোনো প্রচেষ্টা ফল বয়ে আনেনি।

এ সময় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সাথে সাক্ষাতের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী আছেন ড. আফিয়া সিদ্দিকী। তিনি একজন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী, টেক্সাসের ফেডারেল মেডিকেল সেন্টার (এফএমসি) কারসওয়েল-এ ৮৬ বছরের সাজা ভোগ করছেন। প্যারোলের সম্ভাবনা ছাড়াই নিউ ইয়র্কের দক্ষিণ জেলা আদালত তাকে এই শাস্তি দিয়েছে।

আফগানিস্তানের গজনিতে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সাথে একটি সাক্ষাত্কারের সময় একটি ঘটনা থেকে উদ্ভূত হত্যার চেষ্টা এবং হামলার অভিযোগে তাকে সেপ্টেম্বর ২০০৮ সালে অভিযুক্ত করা হয়। তবে ওই অভিযোগগুলো তিনি অস্বীকার করেন।

১৮ মাস আটক থাকার পর ২০১০ সালের শুরুর দিকে তার বিচার করা হয়। তখন তাকে দোষী সাব্যস্ত করে ৮৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে বন্দী রয়েছেন।

 

সূত্র : দি নিউজ

 



আপনার মূল্যবান মতামত দিন: