গাজার পর পশ্চিম তীরেও গণহত্যা শুরু করতে পারে ইসরাইল: ইহুদি ইতিহাসবিদ

মুনা নিউজ ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৪ ১৮:২৬

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

পশ্চিমা শক্তিগুলো যদি তাদের ইহুদীবাদী নীতি পরিবর্তন না করে, তাহলে গাজার পর পশ্চিম তীরেও গণহত্যা শুরু করতে পারে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ইউরোপিয়ান সেন্টার ফর প্যালেস্টানিয়ান স্টাডিজ এর পরিচালক ঈলান পাপ্পি।

ইহুদি এই ইতিহাসবিদ বলেন, “গাজা উপত্যকায় ইসরাইল যা করেছে, আইনি সংজ্ঞা অনুযায়ী তা স্পষ্টত একটি গণহত্যা”

তিনি আরো বলেন, ২০২৩ সালের পূর্বেই দখলকৃত পশ্চিম তীরে গণহত্যা চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরাইল। যার অংশ হিসেবে পশ্চিম তীরে খাদ্য, ঔষধ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এমন জঘন্য পরিকল্পনা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পাপ্পি।

উল্লেখ্য, গত বছরের ৭ই অক্টোবরে তুফানুল আকসা অভিযানের পর থেকে এখন পর্যন্ত দখলকৃত পশ্চিম তীরে ৫০২ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে দখলদার ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা।

সূত্র: মিডল ইস্ট মনিটর



আপনার মূল্যবান মতামত দিন: