পৃথিবীর আকাশে নতুন মিনি-মুনের দেখা মিলেছে

মুনা নিউজ ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৩

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাতের আকাশে একটি নতুন অতিথি এসেছে—পৃথিবী সাময়িকভাবে একটি ছোট চাঁদ বা মিনি-মুন ধারণ করেছে। এটি আসলে একটি গ্রহাণু। এর নাম 2024 PT5 । গতকাল এটা পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকা পড়েছে। এই ধরনের ঘটনা বিজ্ঞানীদের কাছে পরিচিত হলেও, সাধারণ মানুষের কাছে এটি বেশ অদ্ভুত শোনাতে পারে।

গ্রহাণু 2024 PT5 প্রায় ৩৭ ফুট চওড়া। মাধ্যাকর্ষণ দ্বারা আকৃষ্ট হয়ে পৃথিবীর চারপাশে ঘুরছে। মিনি-মুন সাধারণত গ্রহাণুর মতো ক্ষুদ্র বস্তু, যা পৃথিবীর কাছাকাছি এসে মাধ্যাকর্ষণের ফলে সাময়িকভাবে কক্ষপথে আবর্তিত হয়। এটি চাঁদের মতো দীর্ঘস্থায়ী চাঁদ নয়। কয়েক সপ্তাহের জন্য অতিথি এটি পৃথিবীর চারপাশে ঘুরবে।

2024 PT5-এর আকার আসল চাঁদের তুলনায় অনেক ছোট। চাঁদের ব্যাস প্রায় ২,১৫৯ মাইল, সেখানে এই মিনি-মুন মাত্র ৩৭ ফুট।

আকারে ছোট, তাই একে খালি চোখে দেখা যায় না, সাধারণ টেরিষ্কোপেও এর দেখা মিলবে না। শুধু শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা এটি পর্যবেক্ষণ করছেন।
আরো পড়ুন

পৃথিবীর দ্বিতীয় চাঁদের ঘটনা মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ। কারণ এটি গ্রহাণুর গতি এবং মাধ্যাকর্ষণের কার্যপ্রণালী সম্পর্কে আমাদের নতুন ধারণা দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এই মিনি-মুন নিয়ে গবেষণা করছেন যাতে ভবিষ্যতে এমন ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যায়।

গ্রহাণু 2024 PT5 মাত্র ৫৭ দিনের জন্য পৃথিবীর কক্ষপথে থাকবে এবং তারপর এটি আবার মহাকাশে ফিরে যাবে।

 

সূত্র: নাসা



আপনার মূল্যবান মতামত দিন: