ফুকুশিমার পানি নিষ্কাশনে ঐকমত্যে পৌঁছেছে চীন-জাপান

মুনা নিউজ ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দূষিত পানি নিষ্কাশনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে চীন ও জাপান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০ সেপ্টেম্বর, শুক্রবার এ কথা জানিয়েছে। গত বছরের আগস্ট থেকে উভয় পক্ষের মধ্যে কয়েকদফা আলোচনার পর চুক্তিটি হয়।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর কাঠামোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাপানের প্রতিশ্রুতিই ছিল এ ঐকমত্যের কেন্দ্রে। এ চুক্তিতে নিষ্কাশন প্রক্রিয়ার মূল ধাপগুলো থাকবে। চীনসহ অন্যান্য অংশীজনরা স্বাধীনভাবে নমুনা বাছাই, পর্যবেক্ষণ ও আন্তঃগবেষণাগারে পরীক্ষার ফল তুলনা করতে পারবে।

উভয় পক্ষই সমুদ্রে পারমাণবিক দূষিত পানির নিঃসরণ নিয়ে তৈরি হওয়া উদ্বেগ হ্রাসের জন্য বাস্তুতন্ত্র, পরিবেশ এবং মানব জীবন ও স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে গঠনমূলক, বিজ্ঞান-ভিত্তিক সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে।

সূত্র: সিএমজি



আপনার মূল্যবান মতামত দিন: