ভারতে ফিলিস্তিনের পতাকা উড়ানোর অভিযোগে ৩ মুসলিম গ্রেফতার

মুনা নিউজ ডেস্ক | ১৭ জুলাই ২০২৪ ২০:৩৬

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মুহাররাম উপলক্ষে অনুষ্ঠিত একটি মিছিলে ফিলিস্তিনি পতাকা উড়ানোর অভিযোগে তিনজন মুসলিম যুবককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ১৪ জুলাই,রবিবার বিহার রাজ্যের ধামাউলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অত্র অঞ্চলের সাব ডিভিশনাল পুলিশ অফিসার মহেশ চৌধুরী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মিছিলটি বের করা হয়েছিল। সেই সঙ্গে এই মিছিলে ফিলিস্তিনের পতাকা উড়ানো হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার ও তাৎক্ষণিক ফিলিস্তিনের পতাকা জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, এই তিন জনের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের পতাকা ও দেশটির জনগণের প্রতি সহমর্মিতা দেখালেই যেন গ্রেফতার হতে হচ্ছে ভারতে। এর আগে গত ১৩ জুলাই বিহারের দাড়ভাঙা জেলায় ফিলিস্তিনের পতাকা উড়ানোর জন্য দুইজন ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ। যদিও তাদেরকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে, তাদের ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সম্পর্কে কোন ধারণাই নেই। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্ররোচিত হয়ে এমন কাজ করেছে তারা।

 

সূত্র: মুসলিম মিরর

 



আপনার মূল্যবান মতামত দিন: