হিজরি নববর্ষ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ কর্তৃপক্ষ জনসাধারণকে সারপ্রাইজ উপহার দিয়েছে। ৭ জুলাই, রোববার সারাদিন শহরটিতে পাবলিক পার্কিং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।
৬ জুলাই শনিবার এক ঘোষণায় কর্তৃপক্ষ জানায়, হিজরি নববর্ষ উদযাপন উপলক্ষে এই বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাত দিনের প্যাকেজে প্রদত্ত কিছু পাবলিক পার্কিং জোনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। নীল রঙে চিহ্নিত এই সকল পার্কিং সাধারণত সরকারি ছুটির দিনেও চালু থাকে।
সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ ইসলামিক নববর্ষ উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য একদিনের বেতনভুক্ত ছুটির ঘোষণা করে। ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক ক্যালেন্ডার অনুসারে ১ মুহররম ছুটি থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও ৭ জুলাই ছুটি থাকছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হিজরি নববর্ষের দিন সরকারি ছুটি ঘোষণা করা হলেও আশুরার দিন (১০ মহররম) কোনো ধরনের ছুটি থাকে না। ফলে আরব আমিরাতে এ ধরনের সরকারি ছুটি পরবর্তীতে পাওয়া যাবে ১২ রবিউল আউয়ালে। মহানবীর (স.) জন্মদিন উপলক্ষে সেদিন ছুটি থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: