ঈদ উপলক্ষে আমিরাতে ৯ দিনের ছুটি ঘোষণা

মুনা নিউজ ডেস্ক | ১ এপ্রিল ২০২৪ ০৫:১১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। ৮ এপ্রিল, রোববার থেকে এই ছুটি শুরু হবে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

তবে শনি ও রোববার আমিরাতে সাপ্তাহিক সরকারি ছুটি থাকে। তাই সাত দিনের এই ছুটির সঙ্গে এই দিনও যোগ হবে। ফলে সব মিলিয়ে এবারের ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন আমিরাতের সরকারি চাকরিজীবীরা।

সাধারণত হিজরি বর্ষের মাস চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। তেমনি চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ বা ৩০ দিনে শেষ হয়। রমজানের পরেই আসে শাওয়াল মাস। এই মাসের প্রথম দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়।

তবে এবার চাঁদ দেখা যাক, বা না যাক আগামী ৮ তারিখ থেকেই আমিরাতে ঈদের ছুটি শুরু হবে। আর এই হিসাব মাথায় রেখেই সব প্রস্তুতি শুরু করেছেন আমিরাতের বাসিন্দারা। ঈদ ঘিরে তাদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বর্তমানে তুঙ্গে রয়েছে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবে সরকারি ও বেসরকারি খাতের চাকরিজীবীদের চার দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৮ এপ্রিল সোমবার থেকে চার দিনের সরকারি ছুটি শুরু হবে। কর্মচারীরা রোববার, ১৪ এপ্রিল স্বাভাবিক কাজে ফিরবেন।

তবে সৌদি আরবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। ফলে এই দুদিনও ঈদের ছুটির সঙ্গে যোগ হবে। ফলে সব মিলিয়ে টানা ছয় দিনের ঈদের ছুটি পাবেন সৌদিবাসী।

 



আপনার মূল্যবান মতামত দিন: