আক্রমণের ভয় ও আতঙ্কের সাথেই রমজান শুরু করলো লন্ডনের মুসলিম সম্প্রদায়

মুনা নিউজ ডেস্ক | ১৩ মার্চ ২০২৪ ২০:০৩

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আতঙ্কের সাথেই চলতি বছরের পবিত্র রমজান মাস শুরু করেছে যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত মুসলিম সম্প্রদায়। কারণ গত বছরের অক্টোবর থেকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পরপরই মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। আক্রমণগুলো শুধুমাত্র মুসলিম ব্যক্তিদের উপরেই সীমাবদ্ধ থাকেনি বরং তা ছড়িয়ে পড়েছে মসজিদেও।

ফেব্রুয়ারি মাসের মধ্যভাগ থেকে এ পর্যন্ত, লন্ডনের পালমারস গ্রীন মসজিদ, সাউথগেট মসজিদ ও মসজিদে আয়েশা নামে তিনটি মসজিদে ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। ফলে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে লন্ডনের মুসলিম সম্প্রদায়ের মধ্যে।

লন্ডন ইসলামিক কালচারাল সোসাইটির (এলআইসিএস) সভাপতি বিবি রাবিয়া খান বলেন, যেহেতু রমজান মাসে অনেক বেশি মুসলিম মসজিদে নামাজ আদায় করতে যাবে, বিশেষ করে রাতের তারাবির নামাজের ক্ষেত্রে সেহেতু ‘অনেক বেশি সতর্ক থাকা উচিত।’

রাবিয়া খান আরো বলেন, ” লন্ডনজুড়ে ইসলামোফোবিয়া বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে আমাদের সম্প্রদায়ের ব্যক্তিদের উপর হামলা করা হচ্ছে। তবে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা এ বিষয়ে রিপোর্ট জমা করেন না।”

তিনি আরো বলেন, “আমরা আমাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত। যেহেতু রমজান মাসে গভীর রাত পর্যন্ত তারাবির নামাজ রয়েছে সেহেতু আমাদের নিরাপত্তা আবশ্যিক।”


সূত্র: মিডল ইস্ট মনিটর



আপনার মূল্যবান মতামত দিন: