‘পিক্সেল ফোল্ড’ ফোন আনছে গুগল

মুনা নিউজ ডেস্ক | ৬ মে ২০২৩ ১৫:১২

গ্রাফিক্স গ্রাফিক্স

স্মার্টফোনে আধুনিকতার সুস্পষ্ট জানান দিচ্ছে ‘পিক্সেল ফোল্ড’। দুনিয়াজুড়ে গুগলের পরবর্তী আকর্ষণ ‘পিক্সেল ফোল্ড’ ফোন। কদিনের মধ্যেই গুগল আনুষ্ঠানিকভাবে তা বিশ্বকে জানাবে।

টুইটার আর ইউটিউবে পোস্ট করা ভিডিওতে প্রথমবার অফিসিয়াল ক্ষমতায় ভাঁজযোগ্য (পিক্সেল ফোল্ড) নিয়ে তথ্যচিত্র প্রকাশ পেয়েছে। খবরে প্রকাশ, আগামী সপ্তাহেই গুগল আই/ও সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পিক্সেল ফোল্ড প্রকাশ করবে। পুরোনো সব হিসাব বলছে, গুগল নতুন ডিভাইস নিয়ে আনুষ্ঠানিক লঞ্চ ইভেন্টের আগে খুব বেশি ঢাকঢোল করে না।

বিভিন্ন সূত্র বলছে, ফাঁস হওয়া তথ্যচিত্রের সঙ্গে আলোচনায় আসা ডিভাইসের তেমন বিশেষ পার্থক্য নেই। কারিগরি বৈশিষ্ট্যতে কিছুটা তথ্যগত তারতম্য থাকতে পারে। স্মার্ট বিশ্বে ভাঁজ করা যায় তেমন কোনো স্মার্টফোনের সঙ্গে মানুষেরা খুব বেশি অভ্যস্ত নয়।

স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ডিভাইসের অনুরূপ ট্যাবলেট আকৃতির ডিসপ্লে উন্নয়ন করেছে। পিক্সেল ফোল্ড বন্ধ করলে বাইরের পাশে ছোট টাচস্ক্রিনের ব্যবহার দেখা যাবে। আর পেছনের অংশে থাকবে অ্যারে ক্যামেরা।

দামের প্রশ্নে, পিক্সেল ফোল্ডের সম্ভাব্য দাম হতে পারে ১ হাজার ৭০০ ডলারের কাছাকাছি। দিনক্ষণ ঠিক প্রকাশ না পেলেও মে মাসেই ডিভাইসটি বাজারে আসবে তা প্রায় নিশ্চিত করেই বলছে গুগল সূত্র।

পিক্সেল ফোল্ডে গুগল ‘টেন্সর জিটু’ চিপসেট যুক্ত করেছে। যা পিক্সেল ৭ ডিভাইসে পাওয়া যাবে। বাহ্যিক স্ক্রিনের আকৃতি ৫.৮ ইঞ্চি আর ভেতরের ডিসপ্লে ৭.৬ ইঞ্চি। ব্যাটারি লাইফে আছে, পূর্ণ চার্জে টানা ২৪ ঘণ্টা অবধি এক্সট্রিম ব্যাটারি সেভার মোডসহ ৭২ ঘণ্টা অবধি টানা সচল থাকবে।

আসছে ১০ মে গুগল সম্মেলনে অনেক কিছুই খোলাসা হবে। স্মার্টফোনে ফোল্ডেবল যুগের সূচনা হতে যাচ্ছে। যদিও নতুন ধারার স্মার্টফোনে স্যামসাং নাম লিখিয়েছে আগেই। তবে শুরুতে কিছু ভুল সিদ্ধান্তের কারণে প্রত্যাশিত সাফল্যেয় ভাটা পড়ে। ভুল থেকে শিক্ষা নিয়েছে গুগল। আর ভুলগুলো সংশোধন করে সবকিছু ভোক্তাবান্ধব করেই উন্মোচনের অপেক্ষায় আছে গুগল পিক্সেল ফোল্ড স্মার্টফোন।

 



আপনার মূল্যবান মতামত দিন: