
অতিরিক্ত বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এমন সময় আল্লাহর কাছে দোয়া করা কর্তব্য। রাসুল (সা.) অতিবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি দোয়া করতেন। তা হলো―
«اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ، وَالظِّرَابِ»
উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা।
অর্থ : ‘হে আল্লাহ, বৃষ্টি আমাদের ওপর থেকে আশপাশের অঞ্চলে সরিয়ে দিন, পাহাড়-মরু, খাল-বিল ও বনাঞ্চলের দিকে সরিয়ে নিন।’
উপকার : আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) অতিবৃষ্টি থেকে বাঁচতে দুই হাত উঁচিয়ে এই দোয়া করেছেন। (বুখারি, হাদিস : ১০১৩)
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: