স্পটিফাইয়ে দেখা যাবে ভিডিও

মুনা নিউজ ডেস্ক | ৫ জুলাই ২০২৩ ০৫:১০

স্পটিফাইয়ে দেখা যাবে ভিডিও স্পটিফাইয়ে দেখা যাবে ভিডিও


স্পটিফাইয়ে এমনিতেই ১ লাখ ভিডিওসহ পডকাস্ট আছে। এবার স্পটিফাই অ্যাপে ফুল লেন্থ ভিডিও যুক্ত করার চিন্তা করছে। মূলত টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই এমন একটি ফিচার যুক্ত করার চিন্তা করা হচ্ছে। যদিও স্পটিফাই থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষকেও ছাড়িয়ে যাবে?কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষকেও ছাড়িয়ে যাবে?
কিন্তু এই ধারণার সত্যতা এখনই পাওয়া যাচ্ছে। স্পটিফাইয়ে এখনই গানের সঙ্গে জিয়াইএফ আকারে লুপ ভিডিও যুক্ত করার অনুমতি দেওয়া হচ্ছে। ফলে ইউটিউব ও টিকটক থেকে অনেক ব্যবহারকারীই এখন স্পটিফাইয়ে চলে আসছে। এমনিতেও স্পটিফাই নতুন করে বিনিয়োগ বাড়িয়েছে। তবে চলতি বছর পডক্যাস্ট ইউনিট থেকে প্রায় ৩০০ কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: