মামদানির সাথে "শীঘ্রই" দেখা করতে পারেন ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ১৯ নভেম্বর ২০২৫ ১৬:১৬

ফাইল ছবি ফাইল ছবি

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি শিগগির নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করতে পারেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘মামদানি আমাদের সঙ্গে দেখা করতে চান’ এবং ‘আমরা কিছু একটা সমাধান করব’। যদিও এর আগে দুজনই একে অন্যের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন।

প্রেসিডেন্ট রোববার রাতে বলেন, ৩৪ বছর বয়সী এ ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এবং সাবেক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ওয়াশিংটনে এসে দেখা করতে চান। তিনি আরও বলেন, ‘আমরা চাই সবকিছু নিউইয়র্কের জন্য ভালোভাবে এগিয়ে যাক।’

সোমবার বিকেলে মামদানি নিশ্চিত করেন যে, তার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, প্রচারের সময়ই আমরা নিউইয়র্কবাসীর প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছি; তা রক্ষা করতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তিনি সেসব ৮৫ লাখ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা নিউইয়র্ককে নিজেদের বাড়ি মনে করে। তাদের ডাকে সাড়া দিতে তিনি যে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে প্রস্তুত বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। মানুষের উপকারে এবং অত্যধিক ব্যয়ের কারণে যাদের শহর ছেড়ে যেতে হচ্ছে, তিনি তাদের সহায়তা করবেন।

মামদানি আরও বলেন, ওয়াশিংটনে প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের কর্মকাণ্ড আমরা দেখছি। এসব নিউইয়র্কবাসীর ওপর উল্টো প্রভাব ফেলছে। আমি সেখানে গিয়ে প্রেসিডেন্টকে এবং সত্যি বলতে যে কারও কাছে, বোঝাব যে এসব নীতির পরিবর্তন জরুরি। আমরা চাই নিউইয়র্কবাসী ও আমেরিকানদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আরও সহজে কেনার সামর্থ্য থাকুক।

গত সপ্তাহে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি জানান, তিনি দায়িত্ব গ্রহণের প্রস্তুতি হিসেবে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছেন; ‘কারণ, এ সম্পর্কটি শহরের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’।



আপনার মূল্যবান মতামত দিন: