ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার স্বাক্ষর করেছেন গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল, যা দীর্ঘতম শাটডাউনের অবসান ঘটিয়েছে। স্থানীয় সময় ওভাল অফিসে বিলটি স্বাক্ষরের আগে তিনি বলেন, “আজ একটি মহান দিন। আমাদের সরকার পুনরায় সচল হচ্ছে। এটি কখনোই বন্ধ থাকা উচিত ছিল না।”
বিলটি পাস হওয়ার ফলে সরকারি কর্মচারীরা তাদের কাজে ফিরবেন, ফেডারেল সংস্থা ও বিভাগগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত হবে এবং ১ অক্টোবর থেকে বেতনহীন থাকা লাখ লাখ কর্মীর বকেয়া বেতন প্রদান করা হবে।
মন্তব্যে ট্রাম্প বলেন, এই অচলাবস্থা ৪৩ দিন চলেছিল, যা তার প্রথম মেয়াদের ৩৫ দিনের পূর্বের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তিনি ডেমোক্র্যাটদের সমালোচনা করে উল্লেখ করেন, তারা “লাখ লাখ আমেরিকানকে কষ্ট দিতে পেরে খুশি ছিল।”
প্রেসিডেন্ট আরও বলেন, শাটডাউনের কারণে ২০ হাজারের বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, খাদ্য সহায়তা বন্ধ হয়েছে এবং ফেডারেল কর্মীরা বেতনহীন ছিলেন বা ছুটিতে ছিলেন।
ট্রাম্প ভোটারদের স্মরণ করিয়েছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের সময় তারা এই মুহূর্তটি মনে রাখবেন। তিনি রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য তারা সক্রিয় থাকুন।
আপনার মূল্যবান মতামত দিন: