আমেরিকানদের ২০০০ ডলারের ট্যারিফ লভ্যাংশ দেবেন ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ১১ নভেম্বর ২০২৫ ১৮:৫৬

ফাইল ছবি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে কমপক্ষে দুই হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্যারিফ থেকে যে রাজস্ব আসছে, সেখান থেকেই দেওয়া হবে এই অর্থ। তবে এই প্রস্তাব কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

ট্রাম্প আবারও তাঁর শুল্ক আরোপের নীতির পক্ষে সাফাই গেয়ে দাবি করলেন, এই কঠোর শুল্ক আরোপের ফলেই যুক্তরাষ্ট্র বিশ্বের ‘সবচেয়ে ধনী’ এবং ‘সবচেয়ে সম্মানিত’ দেশে পরিণত হয়েছে। বিরোধীদের ‘মূর্খ’ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট দাবি করেছেন, ধনী ব্যক্তিরা ছাড়া প্রত্যেক নাগরিক শিগগির তাঁর প্রশাসনের সংগৃহীত শুল্ক রাজস্ব থেকে কমপক্ষে দুই হাজার ডলার পাবেন।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কয়েক দিন আগেই সুপ্রিম কোর্ট ট্রাম্পের ব্যাপক শুল্কনীতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই মামলার ফলাফল বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে এবং এটি ট্রাম্পের ক্ষমতাকে এক বড় পরীক্ষায় ফেলতে পারে।

নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, যারা শুল্কের বিপক্ষে, তারা মূর্খ। আমরা এখন বিশ্বের সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানিত দেশ। যেখানে মুদ্রাস্ফীতি প্রায় নেই। পুঁজিবাজারের মূল্য রেকর্ড পর্যায়ে। ৪০১কেএস সর্বোচ্চ। আমরা লাখ লাখ ডলার নিচ্ছি এবং খুব শিগগির আমাদের বিশাল ঋণ ৩৭ লাখ কোটি ডলার পরিশোধ শুরু করব।

তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ বিনিয়োগ হচ্ছে। সর্বত্র নতুন নতুন প্লান্ট ও কারখানা তৈরি হচ্ছে। প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে দুই হাজার ডলার লভ্যাংশ দেওয়া হবে। তাঁর শুল্কনীতির কারণে অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: