ক্যাটাগরি-৫ হারিকেন মেলিসা শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে জ্যামাইকায়

মুনা নিউজ ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৫ ২০:১১

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন মেলিসা ক্যারিবীয় দেশ জ্যামাইকায় আঘাত হানতে চলেছে। কয়েক ঘণ্টায় এটি উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে। বর্তমানে এটি উপকূল থেকে ৪০ মাইলের কম দূরত্বে অবস্থান করছে।

ইতোমধ্যে এর প্রভাবে প্রাণহাণির ঘটনাও ঘটেছে। সংবাদমাধ্যম জানিয়েছে, ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। উপকূলের যত কাছে আসছে এর ধেয়ে আসার গতিও বাড়ছে।

মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জুম আর্থের একটি স্যাটেলাইট মানচিত্র অনুসারে, ক্যাটাগরি ৫ ঝড়টি বর্তমানে জ্যামাইকার স্থলভাগ থেকে ৬৪ কিলোমিটারেরও (৪০ মাইল) কম দূরে অবস্থান করছে। অল্প সময়ের মধ্যে এটি আঘাত হানার সম্ভাবনা জোরাল হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়টি মঙ্গলবার সকালেই জ্যামাইকাতে আঘাত হানতে পারে। এটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) ‘বিপর্যয়কর ও প্রাণঘাতী’ হিসেবে বর্ণনা করেছে।

এর প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত জ্যামাইকায় অন্তত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে আরও চারজনের মৃত্যু হয়েছে।

এনএইচসির সর্বশেষ তথ্যে বলা হয়েছে, সর্বোচ্চ বাতাসের বেগ ও নিম্নচাপের বিচারে মেলিসা এখন পর্যন্ত ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। বর্তমানে এটি রাজধানী কিংস্টনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৩৩ কিমি দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় মাত্র ৬ কিমি গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

সিবিএস নিউজ জানিয়েছে, যদি মেলিসা এই শক্তি নিয়েই স্থলভাগে আঘাত হানে, তবে এটি হবে ১৮৫১ সালের পর থেকে জ্যামাইকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: