ফাইল ছবি
সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক সাক্ষাৎকারে আবারো নির্বাচনে লড়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।
শনিবার এই সাক্ষাৎকারে হ্যারিস আবারো হোয়াইট হাউসের জন্য লড়বেন কিনা, তা স্পষ্ট না করলেও আমেরিকার রাজনীতি থেকে এখনো ‘বিদায় নেননি’ বলে জানান তিনি। সম্পূর্ণ সাক্ষাৎকারটি রোববার সম্প্রচার করা হবে।
২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে লড়েন। তিনি এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।
৬১ বছর বয়সী হ্যারিস বলেন, তার ভাই-বোনের নাতি-নাতনিরা তাদের জীবদ্দশায় প্রেসিডেন্ট হিসেবে ‘অবশ্যই’ একজন নারীকে দেখতে পাবে। তিনি আরো বলেন, ‘আমি সারাজীবন মানুষের সেবা করেছি। এটা আমার রক্তে মিশে আছে।’
হ্যারিস বলেন, ‘আমি বর্তমানে যা করছি, তার বাইরে ভবিষ্যতে কী করব, তা এখনো ঠিক করিনি।’
কমলা হ্যারিসের এই কথাগুলো থেকে অনেকেই মনে করছেন যে তিনি হয়তো ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আবারো লড়তে পারেন।
গত মাসে প্রকাশিত নিজের স্মৃতিকথায় কমলা হ্যারিস লেখেন, প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতে দেয়া ছিল ‘অবিবেচক সিদ্ধান্ত’।
এই সাক্ষাৎকারটি সেই বই প্রকাশের পরই এসেছে, যেখানে তিনি বাইডেনের সিদ্ধান্ত ও হোয়াইট হাউসের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। তার মতে, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের টিম তাকে যথাযথভাবে সহায়তা করেনি। বরং অনেক সময় বাধা দিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: