ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আরোহী সবাই নিহতের শঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের তথ্য নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার সকালে কেআরটিভি ও মন্টানা টেলিভিশন নেটওয়ার্ক (এমটিএন) জানায়, জরুরি কর্মীরা মন্টানার লিঙ্কনের কাছে একটি বিমান দুর্ঘটনার খবর পাচ্ছেন। লুইস অ্যান্ড ক্লার্ক কাউন্টি শেরিফ লিও ডাটন বলেছেন, দুর্ঘটনাটি লিঙ্কন বিমানবন্দরে ঘটেছে বলে মনে হচ্ছে।
ডাটন বলেছেন, বিমানটিতে আগুন লেগেছে এবং লিঙ্কন স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে রিপোর্ট পেয়েছেন। পাইলট এবং সম্ভাব্য যাত্রীদের অবস্থা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রাথমিক তথ্য পরিবর্তন হতে পারে। আমরা আপডেটগুলো জানার সাথে সাথে তা গণমাধ্যমে সরবরাহ করব।
পরে লুইস অ্যান্ড ক্লার্ক কাউন্টি শেরিফ লিও ডাটন বলেছেন, লিঙ্কন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে গেছেন বলে মনে হয় না। বিমানে থাকা ব্যক্তিদের সংখ্যা এবং তাদের পরিচয় এখনো শনাক্তের চেষ্টা করা হচ্ছে। বিমানের ধরণ এখনও শনাক্ত করা যায়নি।
ডাটন উল্লেখ করেছেন, এই মুহূর্তে অনেক কিছু পুরোপুরি জানা যায়নি। প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে এগোতে হচ্ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধিরা তদন্ত পরিচালনা করার জন্য ঘটনাস্থলে রয়েছেন। শেরিফের অফিস মন্টানা পরিবহন বিভাগ এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের সাথেও কাজ করছে।
সর্বশেষ খবর অনুযায়ী, জরুরি কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন। প্রয়োজনে আরও জনবল তাদের সঙ্গে যোগ দেবে বলে জানা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: