
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। গোপন নথি ব্যবহারের অভিযোগে বোল্টনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল এফবিআই। এ নিয়ে তিন সপ্তাহে ট্রাম্পের তৃতীয় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আদালতে তোলা হলো তাকে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মেরিল্যান্ডের গ্র্যান্ড জুরির সামনে ডনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে মামলা উপস্থাপন করে।
জুরি বোর্ড সিদ্ধান্ত নেয়, অভিযোগ গঠনের মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। তদন্তের অংশ হিসেবে গত আগস্টে এফবিআই বোল্টনের বাড়ি ও অফিস তল্লাশি চালিয়েছিল, যা গোপন তথ্য ফাঁসের অভিযোগের সঙ্গেই যুক্ত ছিল।
৭৬ বছর বয়সি বোল্টন হচ্ছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের তৃতীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, যিনি অভিযোগের মুখে পড়লেন। এর আগে অভিযুক্ত হয়েছিলেন সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ও নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। বোল্টন এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে তার আইনজীবী জানিয়েছেন তিনি সব নথি যথাযথভাবেই সামলেছিলেন।
২০১৯ সালে ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হন জন বোল্টন। পরের বছর প্রকাশিত তার স্মৃতিকথা দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড বইটিতে ট্রাম্পকে একজন অজ্ঞ, নির্বাচনী স্বার্থে প্রভাবিত নেতা হিসেবে তুলে ধরা হয়। বইটির প্রকাশ ঠেকাতে হোয়াইট হাউস মামলা করলেও আদালত তা খারিজ করে দেয়, এবং বইটি প্রকাশিত হয় অল্প কিছুদিনের মধ্যেই।
এরপরই বিচার বিভাগ বোল্টনের বিরুদ্ধে গোপন তথ্য প্রকাশের তদন্ত শুরু করে। সর্বশেষ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি কিছু জানেন না, তবে বোল্টনকে 'খারাপ মানুষ' হিসেবে অভিহিত করেন। এর আগেও তিনি বোল্টনকে 'মিথ্যাবাদী' বলেছেন এবং তার বিচার দাবি করেছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: