
দীর্ঘমেয়াদি সরকারি শাটডাউন চলাকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটদের প্রিয় কিছু প্রোগ্রাম বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। তবে সামরিক খাতের বরাদ্দ অক্ষুন্ন থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শাটডাউনের কারণে ডেমোক্রেটরা বেকায়দায় পড়ে যাচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, কয়েকটি প্রোগ্রাম স্থায়ীভাবে বন্ধ করার তালিকা শুক্রবারের মধ্যে প্রকাশ হতে পারে, তবে নির্দিষ্ট করে কোনো তথ্য জানাননি। তিনি বলেন, রিপাবলিকান প্রোগ্রামগুলো নিরাপদ থাকবে।
এদিকে, ট্রাম্প ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং নিউইয়র্কের মতো ডেমোক্রেট প্রভাবিত রাজ্যে অবকাঠামো এবং শক্তি উদ্যোগের জন্য বরাদ্দকৃত ২৮ বিলিয়ন ডলার পুনঃনির্দেশ বা স্থগিত করেছেন।
হোয়াইট হাউসের তথ্যমতে, গত শুক্রবার ৮টি সরকারি বিভাগের প্রায় ৪,২০০ কর্মচারীকে রিডাকশন-ইন-ফোর্স নোটিশ দেওয়া হয়েছে। প্রধান চাকরিচ্যুতি হয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এবং সিডিসি-তে।
এদের মধ্যে ট্রেজারি ডিপার্টমেন্টের কমিউনিটি ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ফান্ডও রয়েছে, যা নিম্ন-আয়ের সম্প্রদায়গুলোর সহায়তা করে — যা দুই পক্ষকেই উদ্বিগ্ন করেছে।
শাটডাউনের সময় ১০ হাজারেরও বেশি ফেডারেল কর্মচারী থাকলেও হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ৮ বিলিয়ন ডলার পুনঃবণ্টন করে সামরিক ও কোস্ট গার্ডের কর্মীদের বেতন চলমান থাকবে। সাধারণত, অতীতেও শাটডাউনের সময় সামরিক কর্মীরা অর্থপ্রাপ্তি ছাড়া কাজ করেছেন এবং পরে বেতন ফেরত পেয়েছেন।
সিনেট এখনো একটি বাজেট বিলের বিষয়ে একমত হতে পারেনি, যা শাটডাউন শেষ করার জন্য প্রয়োজনীয়। ২১ নভেম্বর পর্যন্ত সরকারি তহবিল সম্প্রসারণের জন্য রিপাবলিকান প্রস্তাবটি পাস হয়নি, ভোটে পার্টির লাইন অনুসারে ৪৯–৪৫ ভাগ হয়েছে।
বর্তমানে প্রায় ৭,৫০,০০০ ফেডারেল কর্মচারী আছেন এবং বেতন পাচ্ছেন না, তবে প্রয়োজনীয় কর্মচারীরা ভবিষ্যতের ক্ষতিপূরণের আশায় তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আপনার মূল্যবান মতামত দিন: