
ইসরায়েলি সংসদ ‘নেসেট’-এ ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপ্রত্যাশিত প্রতিবাদের মুখোমুখি হতে হয়েছে। আজ নেসেটের অধিবেশনে ট্রাম্পের ভাষণের সময় হঠাৎ করেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন দুই সংসদ সদস্য—আইমান ওদে ও ওফের কাসির। তাঁরা আরব-ইহুদি সমাজতান্ত্রিক দল হাদাশের সদস্য।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তারা “প্যালেস্টাইনকে স্বীকৃতি দিন” লেখা একটি ব্যানার উঁচিয়ে ধরেন। নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাদের অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে যায়।
তাদের বহিষ্কারের সময় অন্যান্য সংসদ সদস্যরা “ট্রাম্প! ট্রাম্প! ট্রাম্প!” বলে স্লোগান দিতে থাকেন।
ঘটনার পর কেনেসেট স্পিকার ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করেন। জবাবে ট্রাম্প বলেন, “খুবই কার্যকরী ছিল”।
এই ঘটনাটি এমন সময় ঘটল যখন ট্রাম্প প্রশংসিত হচ্ছেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং হামাসের হাতে আটক থাকা জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য।
আজই হামাস সর্বশেষ ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলও মুক্তি দেয় বেশ কিছু ফিলিস্তিনি বন্দিকে—সবই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক শান্তিচুক্তির আওতায়।
আপনার মূল্যবান মতামত দিন: