ভারত-পাকিস্তানসহ ২১টি দেশকে প্রধান মাদক পরিবহনকারী হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭

ফাইল ছবি ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩টি দেশকে প্রধান মাদক পরিবহনকারী বা প্রধান অবৈধ মাদক উৎপাদনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান ও মায়ানমারসহ আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, পেরু ও ভেনেজুয়েলা।

১৫ সেপ্টেম্বর কংগ্রেসে জমা দেওয়া ‘২০২৬ অর্থবছরের জন্য প্রধান মাদক পরিবহনকারী বা প্রধান অবৈধ মাদক উৎপাদনকারী দেশগুলোর ওপর রাষ্ট্রপতি নির্ধারণ’-এ এই তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, এই তালিকায় কোনো দেশের উপস্থিতি তার সরকারের মাদকবিরোধী প্রচেষ্টা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার স্তরের প্রতিফলন নয়।

নোটে বলা হয়েছে, ভৌগোলিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক নানা কারণের ফলে মাদক বা পূর্বসূরী রাসায়নিক পরিবহন ও উৎপাদন সম্ভব হয়, এমনকি সংশ্লিষ্ট সরকার কঠোর নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ করলেও।
ট্রাম্প বিশেষভাবে আফগানিস্তান, বলিভিয়া, মায়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে গত ১২ মাসে আন্তর্জাতিক মাদকবিরোধী বাধ্যবাধকতা পূরণে ‘ব্যর্থ’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি চীনের নেতৃত্বকে নাইটাজেন ও মেথামফেটামিনসহ সিন্থেটিক মাদকের প্রবাহ রোধে আরো শক্তিশালী ও স্থায়ী ব্যবস্থা নিতে এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় আনতে আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র দপ্তর আরো উল্লেখ করেছে, আন্তর্জাতিক অপরাধ চক্রের মাধ্যমে ফেন্টানাইলসহ বিভিন্ন অবৈধ মাদক পাচার যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা তৈরি করেছে, যা এখনও ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ।



আপনার মূল্যবান মতামত দিন: