বিশ্ব বাণিজ্যে নতুন ভারসাম্য, যুক্তরাষ্ট্রের পরিবর্তে আফ্রিকায় রপ্তানি বাড়িয়েছে চীন

মুনা নিউজ ডেস্ক | ৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮

ফাইল ছবি ফাইল ছবি

বিশ্ব অর্থনীতির গতিপথে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে চীন তার রপ্তানি কৌশল পুনর্বিন্যাস করে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার মতো বিকল্প বাজারে প্রবেশ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ এবং রাষ্ট্রপতি ট্রাম্পের শুল্ক নীতির ফলে চীনা পণ্যের প্রবাহ বাজারে বাধাগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ চেইনে।

২০২৫ সালের আগস্ট মাসে চীনের যুক্তরাষ্ট্রে রপ্তানি ৩৩ শতাংশ কমে গেছে। এই হ্রাস শুধু পরিসংখ্যানগত নয়, বরং এটি চীনের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। বাজারে প্রবেশে প্রতিবন্ধকতা চীনা কোম্পানিগুলোকে তাদের পণ্য পুনঃনির্দেশ করতে বাধ্য করেছে।

একই সময়ে, আফ্রিকায় চীনের রপ্তানি ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে আগস্ট মাসে ১৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আমদানি হয়েছে ৮১ বিলিয়ন ডলার। ফলে চীন ৬০ বিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে। এ প্রবৃদ্ধির পেছনে রয়েছে আফ্রিকায় অবকাঠামো উন্নয়নের চাহিদা, সাশ্রয়ী মূল্যের প্রযুক্তি ও জ্বালানি সমাধানের প্রয়োজন, চীনা পণ্যের প্রতিযোগিতামূলক মূল্য এবং চীনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক।

চীনা ব্যাটারি, সৌর প্যানেল, বৈদ্যুতিক যানবাহন এবং শিল্প যন্ত্রপাতির চাহিদা আফ্রিকায় দ্রুত বাড়ছে। কাম্পালার মতো শহরে চীনা সৌর প্যানেলের উপস্থিতি এই প্রবণতার বাস্তব প্রতিফলন। শহরের দোকানগুলোতে সাশ্রয়ী জ্বালানি সমাধানের চাহিদা পূরণে চীনা পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চীনের এই কৌশল শুধু অর্থনৈতিক নয়, বরং ভূরাজনৈতিক প্রভাবও ফেলছে। আফ্রিকায় চীনের প্রভাব বৃদ্ধির ফলে চীনের কূটনৈতিক প্রভাব বিস্তৃত হচ্ছে, আফ্রিকান দেশগুলোর ওপর চীনা ঋণের নির্ভরতা বাড়ছে, চীনা নির্মাণ কোম্পানিগুলোর প্রকল্প গ্রহণের হার বেড়েছে এবং বিশ্ব বাণিজ্যের ভারসাম্যে পরিবর্তন আসছে।

বিশ্লেষকদের মতে, চীনের এ পুনর্বিন্যাস তার উৎপাদন সক্ষমতা বজায় রাখার পাশাপাশি নতুন বাজারে আধিপত্য প্রতিষ্ঠার কৌশল। তবে এই প্রবণতা দীর্ঘমেয়াদে আফ্রিকার অর্থনৈতিক স্বাতন্ত্র্য ও টেকসই উন্নয়নের জন্য কী অর্থ বহন করবে, তা নিয়ে বিতর্ক রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: