ক্রমাগত হ্রাস পাচ্ছে যুক্তরাষ্ট্রে কমছে বিদেশী পর্যটকদের সংখ্যা

মুনা নিউজ ডেস্ক | ২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪

ছবি : গ্রাফিক্স ছবি : গ্রাফিক্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন নীতিমালার কারণে পর্যটকরা যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্ক হয়ে উঠছেন। ফলে যুক্তরাষ্ট্রে বিদেশী পর্যটকদের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে।

সম্প্রতি প্রকাশিত প্রাথমিক সরকারি তথ্য অনুসারে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বিদেশী পর্যটকের আগমন গত বছরের তুলনায় তিন শতাংশ কমেছে।

চলতি বছরে জানুয়ারি মাসের শেষের দিকে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে প্রায় প্রতি মাসেই এমন প্রবণতা দেখা যাচ্ছে। গত ছয় মাসের মধ্যে পাঁচ মাসেই যুক্তরাষ্ট্রে বিদেশি দর্শনার্থীর সংখ্যা কমেছে।

ওয়াশিংটন ভ্রমণে আসা ব্রাজিলের নাগরিক লুইজ ফ্রানসিনে বলেন, ‘সবাই আতঙ্কিত, ভীত। অভিবাসন নিয়ে খুব বেশি রাজনীতি হচ্ছে।’

বিশেষজ্ঞ ও স্থানীয় কর্মকর্তাদের মতে, ট্রাম্পের শুল্কনীতি, অভিবাসন দমন অভিযান এবং কানাডা ও গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রসঙ্গে তার বিতর্কিত মন্তব্য বিদেশী পর্যটকদের দূরে ঠেলে দিচ্ছে।

গবেষণা প্রতিষ্ঠান ক্যাটো ইনস্টিটিউটের অর্থনীতিবিদ রায়ান বোর্ন বলেন, ‘পর্যটনের পতন ট্রাম্পের বক্তব্য ও নীতি উভয়ের সাথেই জড়িত। এই হ্রাস প্রেসিডেন্টের বাণিজ্য যুদ্ধ ও অভিবাসন আইনে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এসেছে।’

ভ্রমণ গবেষণা সংস্থা ট্যুরিজম ইকোনমিক্স গত সপ্তাহে জানিয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বিদেশী পর্যটকদের আগমন ৮.২ শতাংশ কম হবে। যদিও এটি আগের ৯.৪ শতাংশ পতনের পূর্বাভাস থেকে সামান্য ভালো, তবে মহামারির আগের পর্যটকের সংখ্যার তুলনায় অনেক নিচে।

সংস্থাটি জানিয়েছে, মে, জুন ও জুলাইয়ে যে ভ্রমণ ধস নেমেছে, তা সামনের মাসগুলোতেও অব্যাহত থাকতে পারে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: